থাকলেই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক
#TIN থাকলেই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক
যে সকল ব্যক্তি সঞ্চয়পত্র কিনতে বা ভুল করে টিন সার্টিফিকেট করেছেন = তারা অনলাইনে ০ রির্টান দাখিল করতে - থুকড়া ডিজিটাল পোস্ট অফিসযোগাযোগ করুন ।
বিভিন্ন কারণেই আজকাল অনেকেই টিন/ টিআইএন (TIN) সার্টিফিকেট নিয়ে থাকেন। এদের অনেকেরই আয় করযোগ্য সীমা অতিক্রম করে না। তাই সবারই একটা সাধারণ প্রশ্ন থাকে, টিন/ টিআইএন (TIN) থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক কিনা। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৭৫ ধারায় বলা হয়েছে কাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আপনি যদি সেই বাধ্যতামূলক তালিকার অন্তর্ভুক্ত হন তো আপনাকে ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে।
রির্টান জমা না দিলে জেল,জরিমানা হতে পারে ।