১। ১০ টাকার একটা savings কৃষি একাউন্ট থাকতে হবে । ২। একাউন্ট চালু হলে ১০০০৳ একাউন্টে জমা করতে হবে। ৩। লোন পাওয়ার পূর্বে ১১৫৳ বাংলাদেশ ব্যাংকের CIB চার্জ প্রয়োজ্য হবে (৩জনের 115 X 3) TK। ২। ২টির অধিক গরু থাকতে হবে।// মাছের ঘের থাকতে হবে । ৩। গরু মোটাজাতকরনের জন্য লোন দেওয়া হয়। ৪। লোনের পরিমাণ ৫০ হাজার টাকা পর্যন্ত। ৫। গ্রাহককে ১টি DPS চালাতে হবে। (৫০০/১০০০ টাকার) ৬। ২জন জামিনদার থাকতে হবে। ৭। জামিনদার + গ্রাহকের প্রয়োজনীয় ডকুমেন্টস ক) ভোটার আইডি কার্ডের ফটোকপি। খ) ২কপি পাসপোর্ট সাইজের ছবি। গ) বিদ্যুৎ বিলের ফটো কপি। ঘ) জামিনদার অফিসে এসে স্বাক্ষর করতে হবে। ৮। লোনের মেয়াদ ছয়(০৬)মাস,এককালীন পরিশোধ করতে হবে। ৯। লোন পাস হলে ১০ টাকার মূল্যমানের সরকারি রাজস্ব টিকিট (১০০ টাকার) প্রয়োজন হবে। ১০। জামানত হিসাবে চেক বইয়ের পাতা স্বাক্ষর করে জমা দিতে হবে। ১১। ছয় (০৬) মাস শেষ হওয়ার ১০দিন আগে লোনের টাকা পরিশোধ করতে হবে। ১২। পূনরায় লোন প্রয়োজন হলে - আবার আবেদন করতে হবে – সে ক্ষেত্রে
৩০-৪০ দিন সময় লাগতে পারে লোন পেতে।
[ লোন আবেদনকারীর এবং জামিনদারের বয়স ২৫ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে ]