কম্পিউটার MCQ 500+ Test.
১. MS.Excel -2007 এ নতুন ফাইল ওপেন করলে কয়টি শীট পাওয়া যায় ?
ক) 3 √ খ) 4
গ) 8 ঘ) 9
২. পিএস/২ পোর্টের বৈশিষ্ট্য
কি ?
ক) এটি অত্যাধুনিক
খ) এটি পুরাতন
গ) এটি প্রিন্টারে
ব্যবহৃত হয় ঘ) এটি চ্যাপ্টা√
৩. মিডিয়া প্লেয়ার কোনটি ?
ক) Jet Audio Player√
খ) Adobe Photoshop
গ) Adobe illustrator
ঘ) Studio
৪. MS. Word কোন ধরনের সফট ওয়ার ?
ক) সিস্টেম সফটওয়ার
খ) ডাটাবেস সফটওয়ার
গ) অ্যাপলিকেশন সফটওয়ার√
ঘ) মাল্টিমিডিয়া সফটওয়ার
৫. Line Spacing কোথা থেকে বাড়ানো কমানো যায় ?
ক) স্টাইল খ) ফন্ট
গ) ক্লিপ বোর্ড ঘ) প্যারাগ্রাফ√
৬. একই শ্রেণীর ডাটাকে খুজে বের করে অন্য টেবিলে উপস্থাপন করা হয় কোন প্রক্রিয়ায় ?
ক) Table খ) Queens√
গ) Forms ঘ) Reports
৭. এক টেরাবাইট
সমান কত ?
ক) ১০২৪ মেগাবাইট খ) ২০২৪ মেগাবাইট
গ) ১০২৪ কিলোবাইট ঘ) ১০২৪ গিগাবাইট√
৮. ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য নিচের কোন যন্ত্রটির প্রয়োজন নেই ?
ক) কম্পিউটার খ) মডেম
গ) ইউপিএস√ ঘ) আইএসপি
৯. ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে ?
ক) http:// √ খ) html
গ) TId ঘ) URL
১০. MS.Word এ decx ফাইল ফরম্যাট কোন ভার্সনে যুক্ত হয়েছে ?
ক) ২০০৭√ খ) ২০১০
গ) ২০১৭ ঘ) ২০০৩
১১. MS word এ কিভাবে এক page দুই কলাম নেয়া যায় ?
ক) page layout>Columns
খ) Insert > Column
গ) View > Columns
ঘ) page layout > Columns >Two Columns√
১২. ওয়ার্কশীটের ROW নির্দেশ করা হয় কি দিয়ে ?
ক) লেটার দিয়ে খ) নাম্বার দিয়ে√
গ) বর্ণ দিয়ে ঘ) নাম্বার ও বর্ণ দিয়ে
১৩ MS.excel এ ফিল্টার মেনু কোন অপশন এ থাকে ?
ক) View খ) Data√
গ) Insert ঘ) কোনটিই নয়
১৪. MS. PowerPoint ফাইলকে বলা হয় –
ক) Presentation খ) Slide √
গ) (ক) ও (খ) উভয়ই ঘ) কোনটিই নয়
১৫. MS. PowerPoint এ Spelling and grammar কোন মেনুতে অবস্থান করে ?
ক) Home খ) Insert
গ) Millings ঘ) Review√
১৬. MS. PowerPoint এর কোন মেনুর সাহায্যে
স্লাইডে অডিও সাউন্ড সংযুক্ত করা হয় ?
ক) Animations খ) Report
গ) Table ঘ) Insert √
১৭. MS. PowerPoint এর কোন মেনুর সাহায্যে
স্লাইডে অডিও সাউন্ড সংযুক্ত করা হয় ?
ক) Animations খ) Insert √
গ) Table ঘ) Field
১৮. MS. Access এ নিচের কোনটি প্রোগ্রামিং
ফাইল ?
ক) Module খ) Report
গ) Table√ ঘ) Field
১৯. MS. Access এ কোন কী চেপে
field name ও properties panal
এ যাতায়াত করা যায় ?
ক) F3
খ) F4
গ) F5 ঘ) F6√
২০. CPU এর পূর্ণরুপ
হচ্ছে _
ক) Control Processing Unit
খ) Center Processing Unit
গ) Central Processing Unit √
ঘ) Computer Processing Unit
২১. MS. Excel – এ নিচের কোনটি বিয়োগের সূএ ?
ক) =( A1-A3) √ খ) =sum(A1*A3)
গ) =sum(A1/A3) ঘ) =sum(A1+A3)
২২. MS.Excel –এ Smart art option কোন মেনুতে অবস্থান করে ?
ক) Home খ) Insert √
গ) page layout ঘ) View
২৩. MS.Excel এ ছোট থেকে বড় সাজাতে নিচের কোনটি ব্যবহার করা হয় ?
ক) Custom খ) Decending
গ) A to Z√ ঘ) Z to A
২৪. M S. Excel এ Currency Form at ব্যবহার করা হয় কোন কাজের জন্য ?
ক) প্রত্যেক দেশের মূদ্রার হিসাবের জন্য√
খ) শুধুমাএ টাকা নির্দেশকের জন্য
গ) শুধুমাএ আমেরিকান
ডলার নির্দেশকের জন্য
ঘ) উপরের সবকয়টি
২৫.MS.Access এর কোন ফিল্ডের অধীনে ছবি সংযুক্ত করতে কোনটির সাহায্যে ?
ক) OLE object √ খ) Hyperink
গ) Lookup Wizard ঘ) None
২৬. Software মূলত কয় প্রকার ?
ক) 2 খ) 4
গ) 3√ ঘ) 5
২৭. কোনটি হার্ডওয়ার
এ এ্যাপলিকেশনের সাথে যোগসূএ রক্ষা করে ?
ক) কন্টোল ইউনিট খ) সি.পি.ইউ
গ) ইনপুট ডিভাইস ঘ) অপারেটং সিস্টেম √
২৮. কোন কম্পিউটার
ভাইরাস সনাক্ত করনের উপায় কি ?
ক) ফরমেট ডিস্ক খ) ক্লিন ডিস্ক
গ) স্ক্যান ডিস্ক √
ঘ) চেক ডিস্ক
২৯. বাংলাদেশের আবিস্কৃত
সার্চ ইন্জিন এর নাম কি ?
ক) গুগল খ) পিপীলিকা√
গ) গুগল প্লাস ঘ) ফায়ারফক্স
৩০. MS. PowerPoint এ নতুন
Slide আনতে শর্ট কাট কমান্ড কোনটি ?
ক) Alt+M√ খ) Ctrl-N
গ) Ctrl+M ঘ) Alt-O
৩১. একটি table এর ফিল্ডকে ডাটা এন্ট্রির
জন্য অন্য টেবিলে drop
down box এ আনতে কি ব্যবহার করা হয় ?
ক) Ouery Wizard খ) Form Wizard√
গ) Look up wizard ঘ) Report wizard
৩২. MS. Access এ AutoNumber Data Type ক্ষেএে নীচের কোনটি সঠিক ?
ক) Sequential খ) Random√
গ) Edit করা হয় ঘ) শুধুমাএ (ক),(খ)
৩৩. MS.Access এ নীচের কোন data type সময় store করার জন্য উপযুক্ত ?
ক) Data/Time√ খ) Time Only
গ) Time ঘ) Time cannot be stored
৩৪. MS.Access এর field column এ right click এর মাধ্যমে করা যায় না ?
ক) H ide columns খ) Rename columns
গ) Freeze columns ঘ) Sort descending√
৩৫. নীচের কোন কাজটি করার জন্য MS.Access এর report footer সর্বাধিক উপযুক্ত ?
ক) Grand totals
খ) Columns heading√
গ) Subtotals
ঘ) page numbers
৩৬. MS.Access এ Query তৈরী করার জন্য নীচের কোন tool ব্যবহার করা হয় ?
ক) Database wizard
খ) Simple filter wizard
গ) Simple query wizard√
ঘ) Table query wizard
৩৭. MS.Access এ VLOOKUP function দ্বারা নীচের কোন কাজ করা হয় ?
ক) যে text এ v অক্ষর আছে তা বের করে
খ) পরপর দুই সেলে একই data
আছে কি না√
গ) Related record বের করে
ঘ) উপরের সব
৩৮. MS.Access এ নীচের কোনটি ব্যবহার করে ডাটা এন্ট্রি দেয়া যায় না ?
ক) arrow key চেপে খ) tab key চেপে
গ) Esc key চেপে √ ঘ) enter button চেপে
৩৯. MS.Access এ D কলামের পরে ৩টি কলাম যুক্ত করতে নীচের কোনটি সঠিক ?
ক) D কলাম সিলেক্ট করে ইন্সার্ট
ক্লিক করা
খ) E কলাম সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করা
গ) E,F এবং G কলাম সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করা√
ঘ) D,E, এবং F কলাম সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করা
৪০. MS.Access এবং Excel integrate করা হলে সাধারনতঃ word ফাইল হয়…….
ক) Server খ) Source √
গ) Client ঘ) None
৪১. MS.Excel-এ নীচের কোন কাজ করার জন্য what
if analysis ব্যবহার করা হয় ?
ক) Solver খ) Goal seek
গ) Scenario Manager ঘ) সব ক’টি√
৪২. সবগুলো স্লাইড দেখতে একই রকম করা যায় কোন
option থেকে
ক) Slide layout option
খ) Add slide
গ) Outline view
ঘ) Design template√
৪৩. কম্পিউটারে নীচের কোনটি শাট ডাউনের অপশন নয় ?
ক) লগ অফ খ) স্লীপ
গ) রিস্টোর √ ঘ) রিস্টার্ট
৪৪. MS word –এ Page Setup এর কাজ কী ?
ক) পেইজ এর সৌন্দর্য বৃদ্ধি করা
খ) পেইজকে লুকিয়ে রাখা
গ) পেইজ এর মার্জিন এবং পেপার সাইজ নির্ধারন করা√
ঘ) প্রিন্ট করা
৪৫. কোনটি ডাইনামিক র্যামের বৈশিষ্ট্য
?
ক) এটি ট্রানজিস্টর
ভিক্তিক√
খ) এটি ক্যাপাসিটর
ভিক্তিক
গ) এই র্যামের তথ্যসমূকে প্রতিনিয়ত
আপডেট করতে হয় না
ঘ) কোনটিই নয়
৪৬. বর্তমানে বাজারে সর্বনিম্ন কত ক্যাপাসিটর র্যাম পাওয়া যায় ?
ক) ১ জিবি√ খ) ২ জিবি
গ) ৩ জিবি ঘ) কোনটিই নয়
৪৭. নীচের কোনটি কম্পিউটারের পাওয়ার সাপ্লাই এর সাথে সম্পর্কিত
নয় ?
ক) এটি খ) এটি এক্ম
গ) এজিপি√ ঘ) কোনটিই নয়
৪৮. ১ দিয়ে শুরু যে কোন এরর কম্পিউটারের কোন অংশের সমস্যা নির্দেশ করে ?
ক) সিস্টেম বোর্ড√ খ) র্যাম
গ) মনিটর ঘ) হার্ড ডিস্ক
৪৯. MAC এড্রেস কি ?
ক) নেটওয়ার্ক সনাক্তকারী
নম্বর
খ) কম্পিউটার সনাক্তকারী
নম্বর√
গ) মোবাইল সনাক্তকারী
নম্বর
ঘ) কোনটিই নয়
৫০. তার বিহীন বিভিন্ন পেরিফেরাল
ডিভাইস কম্পিউটারের সাথে সংযুক্ত করার উপায় কি ?
ক) ব্ল টুথ √ খ) ওয়ারলেস এডাপ্টার
গ) ইনফ্রা রেড রে ঘ) কোনটিই নয়
৫১. লেজার প্রিন্টারের কোন অংশে সূর্যের আলোতে রাখা উচিত নয় ?
ক) করোনা এসেম্বলী
খ) পিসি ড্রাম
গ) প্রাইমারী করোনা ওয়ার ঘ) টোনার√
৫২. মাউস সঠিকভাবে
নড়ছেনা – এর কারন কী হতে পারে ?
ক) বলটি ময়লাযুক্ত
হয়ে পড়েছে
খ) মাউসটি সংযুক্ত নেই
গ) ভাইরাস আক্রান্ত √
ঘ) কোনটিই
৫৩. ২৫৫,২৮৫, ২৯৬ কে কি বলা হয় ?
ক) নেটওয়ার্ক এড্রেস খ) পেস্ট আইপি এড্রেস
গ) ব্রডকাস্ট এড্রেস ঘ) কোনটিই নয় √
৫৪. নীচের কোন এড্রেসটি প্রতিদিন
পরিবর্তন হয় না ?
ক) Static IP Address√
খ) Unique IP Address
গ) Dynamic IP Address
ঘ) কোনটিই নয়
৫৫. নীচের কোনটি বিটিসিএল এর ইন্টারনেট এক্সেল নম্বর ?
ক) ০১০১২৩৪√ খ) ১২৩৪
গ) ৯৯৯৯ ঘ) *৯৯#
৫৬. Gmail এর Inbox এ আগত মেইলগুলো নীচের কোন ক্যাটাগরীতে
পড়ে না ?
ক) primay খ) Seceendary√
গ) Promotions ঘ) Social
৫৭. নীচের কোনটি
Gmail এর সেটিংস এ নেই ?
ক) Labels√ খ) Inbox
গ) Outbox ঘ) Themes
৫৮. MS.PowerPoint এ Text এবং Number এর সমন্বয়ে গঠিত Material কে সবচেয়ে ভালোভাবে present করতে যায় ?
ক) A table slide√ খ) A bullet slide
গ) A title slide ঘ) সবগুলো
৫৯. MS, PowerPoint এর একটি
Existing Presentating এ কিভাবে একটি নতুন Slide যোগ করা যায় ?
ক) File, add, a new slide√
খ) Insert, New, slide
গ) File open
ঘ) File New
৬০. MS,PowerPoint এর প্রতিটি
Slide এর একটি নির্দিষ্ট
স্থানে কোন Logo যোগ করতে হলে কোথায় এটি
Insert করতে হবে ?
ক) Handout master√
খ) Notes master
গ) Slide master
ঘ) সবগুলো
৬১. MS. PowerPoint এ একের চেয়ে বেশী
Slide Presentation এর ক্ষেএে কোন কমান্ড ব্যবহার করতে হয় ?
ক) Alt +Click each slide
খ) Shift + drag each slide
গ) Shift + Click each slide
ঘ) Ctrl +Click each slide√
৬২. কোন PowerPoint Presentation Elements এ Slidemaster ব্যবহার করে
Modify করা যায় ?
ক) Slide comments
খ) Slide transitions√
গ) Speaker note font and soler
ঘ) সবগুলো
৬৩. PowerPoint Presentation এ নীচের কোনটি Slide show কে Advance করে না?
ক) Esc key √ খ) The spacebar
গ) The Enter key ঘ) The mouse button
৬৪. MS, PowerPoint এর Slide Layout এ কোনটি থাকে না ?
ক) Titles খ) Lists
গ) Charts√ ঘ) Animations
৬৫. MS, PowerPoint এর সকল
Slide সমূহ একরকম দেখতে হলে কোনটি ব্যবহার করতে হবে ?
ক) the slide layout option
খ) add a slide option
গ) outline view
ঘ) a presentation design √
৬৬.কোনটি PowerPoint View নয় ?
ক) Slide show view
খ) slide view
গ) Presentation view
ঘ) Outline view√
৬৭. MS, PowerPoint এর সকল হতে কিভাবে কোন Font Replace করা যায় ?
ক) Tools >Fonts খ) Edit > Fonts
গ) Format >Replace Fonts√
ঘ) Tools > Replace Fonts
৬৮. যখন একটি MS.
PowerPoint Presentation Open করা হয় তখন Left
Panel এ কোনটি থাকে না
ক) Slides খ) Outline
গ) Notes ঘ) সবগুলো√
৬৯. MS. PowerPoint এ কোনটি Change না করে different objects এর color পরিবর্তন করা যায় ?
ক) Font Color খ) Object Color√
গ) Layout Section ঘ) Color Scheme
৭০. MS, PowerPoint এ একটি hyperlink কিভাবে যোগ করা যায় ?
ক) Ctrl +k√
খ) Insert >> Hyperlink
গ) both a & b
ঘ) যোগ করা যায় না
৭১. MS, PowerPoint এর Auto Content Wizard এর Start ও Finish এর মধ্যে কতটি Step থাকে ?
ক) 3√ খ) 4
গ) 5 ঘ) 6
৭২. ইউনিকোডের সর্বশেষ ভাসর্ন কোনটি –
ক) 2.3 খ) 2.8
গ) 3.8 ঘ) 3.0
৭৩. অক্ষরের আকার- আকৃতি পরিবর্তন
করা হয় –
ক) ফরমেট ডায়লগ বক্সে খ) ফন্ট ডায়লগ বক্সে√
গ) স্টাইল ডায়লগ বক্সে ঘ) এডিট ডায়লগ বক্সে
৭৪. Facebook কি –
ক) ওয়েব ব্রাউজার
√ খ) সামাজিক যোগাযোগ মাধ্যম
গ) ব্যবহারিক মাধ্যম ঘ) তথ্য যোগাযোগ মাধ্যম
৭৫. Avro তে কিভাবে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা Setting করতে হয় –
ক) F1 খ) F2
গ) F11 ঘ) F12√
৭৬. MS. Excel এ Header & Footer কোন মেনুতে থাকে ?
ক) Insert√ খ) Delete
গ) Format ঘ) Clear
৭৭. MS,Excel এ Zoom কোন মেনুতে থাকে ?
ক) Formulas খ) Review
গ) View√ ঘ) Data
৭৮. MS Excel এ Doughnut চার্ট দেখতে কেমন ?
ক) ডিম্বাকার খ) গোলাকার
গ) বর্গাকার ঘ) আয়তকার
৭৯. Mail Merge এর কাজ কী ?
ক) বইয়ের প্রচ্ছদ তৈরী
খ) সংবাদপএের সম্পাদকীয়
তৈরী
গ) একই চিঠি বহু ব্যক্তির
নিকট প্রেরণ√
ঘ) কার্টুন তৈরী
৮০. মাইক্রোসফট ওয়ার্টে
Thesaurus এর কাজ কী ?
ক) সমার্থক শব্দ খুজে বের করা√
খ) সমাচ্চরিত শব্দ খুজে বের করা
গ) বিপরীত শব্দ খুজে বের করা
ঘ) শ্রুতিমধুর শব্দ খুজে বের করা
৮১. একবারে সব্বোর্চ
কয়টি মাইক্রোসফট ওয়ার্ট ডকুমেন্ট খোলা রাখা যায় ?
ক) তিনটির অধিক নয় খ) মাএ একটি
গ) মেমোরীতে যতগুলো সংকুলান করা যায় √
ঘ) যতগুলো টাক্সবারে
প্রদর্শন করা সম্ভব
৮২. মাইক্রোসফট ওয়ার্ডে হোল্ডারে কোন লেখা লিখার পর কিভাবে ফুটাবে দ্রুত কোন লেখা লিখা যায় ?
ক) পেজ ডাউন কী চেপে ফুটারে লেখা টাইপ করতে হবে
খ) Switch between Header and Footer এ ক্লিক করে লেখা টাইপ করতে হবে√
গ) (ক) ও (খ) উভয়ই
ঘ) কোনটিই নয়
৮৩. মাইক্রোসফট ওয়ার্ডে
Insert > Picture এ নীচের কোনটি পাওয়া যাবে না ?
ক) Chart খ) word Art
গ) Clip Art ঘ) Graph √
৮৪. মাইক্রোসফট ওয়ার্ডে
Horizontal Scroll Bar এর বামে কোনটি অবস্থিত ?
ক) Tab Step Button খ) View Button √
গ) Split Button ঘ) Indicaler
৮৫. মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্টে
প্রয়োগকৃত ব্যাকগ্রাউন্ড কালার বা ইফেক্টসমূহ
কোথায় দৃশ্যমান থাকে না ?
ক) ওয়েব লে আউট ভিউ খ) প্রিন্ট লে আউট ভিউ
গ) রিডিং ভিউ
ঘ) প্রিন্ট প্রিভিউ √
৮৬. মাইক্রোসফট ওয়ার্ডে
Horizontal Scroll Bar এর বামে কোনটি অবস্থিত ?
ক) Tab Stop Button
খ) View Button√
গ) Split Button
ঘ) Indicator
৮৭. মাইক্রোসফট ওয়ার্ডে কোন রেফারেন্স
এর উৎস উল্লেখ করার জন্য কোনটি ব্যবহৃত হয় ?
ক) End Note√ খ) Foot Note
গ) Header ঘ) Footer
৮৮. মাইক্রোসফট ওয়ার্ডে নীচের কোনটি দিয়ে টেবিলের এক ঘর থেকে অন্য ঘর যাওয়া যায় না ?
ক) ট্যাব কী খ) এ্যারো কী
গ) স্পেস কী√ ঘ) কোনটিই নয়
৮৯. মাইক্রোসফট ওয়ার্ডে নীচের কোনটি দিয়ে Parallel Style Column তৈরী যাবে না ?
ক) Format Tabs খ) Insert Textbox√
গ) Insert Table ঘ) Format Columns
৯০. মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্টে
শুধু ক্লিক করে একটি অটো শেপ ইনসার্ট করলে কী হয় ?
ক) এটি ইনসাশর্ন পয়েন্টের নিকট আবির্ভূত হয়
খ) এটি এর পূর্ব নির্ধারিত
পদ্ধতিতে আর্বিভূত হয় √
গ) এটি সিলেক্টেড
অবস্থায় থাকে
ঘ) উপরের সবগুলো
৯১. মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের কোন কোনায় পয়েন্টার
ধরলে টেবিল স্থানান্তরের
হ্যান্ডলটি দেখা দিবে ?
ক) উপরে বাম কোনার খ) উপরে ডান কোনার
গ) নীচে বাম কোনার ঘ) নীচে ডান কোনার√
২। আধুনিক কম্পিউটারের জনক কে? – জনক চালর্স ব্যাবেস
৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত
দুই প্রকার
৪। LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display.
৫। PC অর্থ কী? – Personal Computer.
৬। CPU কী? -Central Processing Unit
৭। 1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte.
৮। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন
৯। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom
১০। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
১১। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?
– স্টিভ চ্যাল ও জাভেদ করিম
১২। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)
১৩। ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল
১৪। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর
১৫। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার
১৬। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস
১৭। কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-Output System
১৮। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা
হয়? -মাদারবোর্ড
১৯। কম্পিউটার Ram কি? -স্মৃতিশক্তি
২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
২১। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- -চীন
২২। IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004
২৩। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯
সালে
২৪। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার
২৫। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা
২৬। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকেু হয়?
-১৯৯৬ সালের ৪ জুন
২৭। কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে? -হ্যাস চিহ্ন
২৮। ওয়েব অর্থ কি?- – জাল
২৯। মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
৩০। অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? –ইন্টারনেট
৩১। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা
৩২। মাউস ক্লিক বলতে কি বুঝায়?
– মাউসের বাম বোতামে চাপা
৩৩। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? –
Compute
৩৪। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের
৩৫। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়- -প্রেজেনটেশন
৩৬। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়। –
পেনড্রাইভ
৩৭। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয়
৩৮। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ
৩৯। অপারেটিং সিষ্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি
৪০। Find কমান্ড থাকে কোন মেনুতে? -Edit
৪১। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-
-ফন্ট ডায়লগ বক্সে
৪২। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে
সফ্টওয়্যার- – প্রাণ
৪৩। কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে–কম
৪৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ
দিতে হয়। -বোতামে
৪৫। কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন
করেন? -১৯৭১ সালে
৪৬। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট
৪৭। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা
৪৮। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? –
মাল্টিমিডিয়া
৪৯। কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে? -ন্যানো
সেকেন্ড
৫০। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? –
গণিতবিদ
৫১। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা
৫২। মাইক্রো শব্দের অর্থ কি? -ক্ষুদ্রাকার
৫৩। নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? -কীবোর্ডের ডান
দিকে।
৫৪। সফ্টওয়্যারের অমত্মর্ভূক্ত নয় কোনটি? -মনিটর
৫৫। ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়ামত্ম নির্দেশ হল- -Copy
৫৬। একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? -ডেটাবেজ
৫৭। পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- -প্রেজেন্টেশন
৫৮। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি
সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল
৫৯। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে
উন্নতমানের
প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার
৬০। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি
তৈরী? -ইন্টেল
৬১। BOL কি?- Bangladesh Online Limited.
৬২- অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি
৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে
৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ
হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে
৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা
৬৬। উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- -১৯৯৫ সালের ২৫
সেপ্টেম্বর
৬৭। জন্ম তারিখ হলো একটি- ফিল্ড
৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ
বক্সে
৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে
সফটওয়্যার- -প্রাণ
৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম
৭১। Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit
৭২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী?
-সমস্যার সমেত্মাষজনক সমাধান
৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -ড. স্টিবিজ
৭৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ
দিতে হয়?-বোতামে
৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম
কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম
৭৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে
রক্ষা করা হয় তাকে কি বলে?
-এন্টিভাইরাস
৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি
বলে? -লজিক বোর্ড
৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে
কে?-মডেম
৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট
৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?-
স্প্রেডশিট
৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
সফটওয়্যার
৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো
সেকেন্ড
৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার
৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? –
তথ্য বা ডাটা
৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ
অনুযায়ী
৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? -নিজস্ব ভাষা
৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার
৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো- -সুপার কম্পিউটার
৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের
৯০। শুরম্নতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত? –
গণনার
৯১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে
কোন দেশ? – ভারত
৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? –
নেটিজেন
৯৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। – যুক্তরাষ্ট্রে
৯৪। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম
কোনটি? -ইন্টারনেট
৯৫। Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে? –
ডায়ালগ বক্সে।
৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File
৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো
কোথায় লেখা থাকে?- মেনু বারে
৯৮। ফাইল সেফ করার জন্য কোন মেুনর প্রয়োজন? -ফাইল
মেনুর
৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম
প্রয়োজন? -CapsLock
১০০। F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলোকে এক সাথে বলা
হয় -ফাংশন কী?
১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি
ব্যবহার হয় না? -দশমিক
১০২। চন্দ্রাবতী হলো- -বাংলা ফন্টের নাম
১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?-এক্সেল
১০৪। ডাটাবেজ অর্থ হল–তথ্যবিন্যাস
১০৫। বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে
হয়? -Ctrl+Alt+B
১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস
১০৭। WWW এর জনক কে?- টিম বার্নস লি
১০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? -ডিজিটাল
১০৯। কার্সর (Cursor) কি? -আলোক রেখা
১১০। উইন্ডোজ আসলে কিসের মতো?-খোলা জানালা
১১১। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
– ডিলিট বা ব্যাকস্পেস
১১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? –
ফ্রেড কোহেন
১১৩। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস? -ম্যাক্রো
ভাইরাস
১১৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? –
ইদুরের মত
১১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োয়ন? -ফাইল
মেনু
১১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে- -ডাটা
ইনপুট করায় ভুল হয়েছে।
১১৭। ইনপুট ডিভাইস কোনটি? – কিবোর্ড
১১৮। আউটপুট ডিভাইস কোনটি? – মনিটর
১১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি? -মেমোরি
১২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার। – ২
১২১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?- ৩
১২৩। ৫৩D কোন ধরনের সংখ্যা? -হেক্সাডেসিমাল
১২৪। সংখ্যা পদ্ধিতি মোট কত প্রকার? -৪ প্রকার
২৫। ফাংশন কি কোন গুলি?- F1-F12
১২৬। 0-09 পর্যমত্ম Key গুলোর নাম কী? – Numeric Key
১২৭। নিচের কোনটি স্পেশাল Key।- Space bar
১২৮। নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ? –
Norton
১২৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+A
১৩০। LAN এর পূর্ণ নাম লিখ? – Local Area Network
১৩১। WWW এর পূর্ণ নাম লিখ?- World Wide- Web
১৩২। Save কোন মেনুতে রয়েছে?- File
১৩৩। মেনুবারে কয়টি মেনু আছে। – ৯টি
১৩৪। Save এর সর্টকাট কমান্ড লিখ। -Ctrl+S
১৩৫। MS word-এ Symbol কোন মেনুতে আছে। – Insert
১৩৬। File অর্থ কি? – নথিপত্র
১৩৭। Data Processing কয় প্রকার?- ৩
১৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয় … – জ্ জ্ ব
১৩৯। IBM PC প্রথম বাজারে আসে…- ১৯৮১ সালে
১৪০। মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে… – ১৯৯২
সালে
১৪১। Apple Computer কত সালে বাজারে আসে… – ১৯৭৬
সালে
১৪২। MS word-এ New document নেয়ার জন্য কোন
মেনুতে ক্লিক করতে হয়- – File
১৪৩। পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক
করতে হয়– File
১৪৪। Save অর্থ কি?- সংরক্ষণ করা
১৪৫। Pragraph কোন মেনুতে রয়েছে– Format
১৪৬। MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+F
১৪৭। MS word-এ Document কে বড় করে দেখার জন্য- –
Zoom
১৪৮। M.S Excel –এ কতটি রো আছে?-৬৫,৫৩৬টি
১৪৯। M.S Excel –এ কতটি কলাম আছে?-২৫৬টি
১৫০। M.S Excel –এ কতটি Cell আছে? -১,৬৭,৭৭,২১৬টি
১৫১। বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কাটর্জ
১৫২। পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?- প্রিন্টার
১৫৩। সাধারণ ডাটাবেজ হলো–একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ
১৫৪। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড
প্রসের্সিং
১৫৫। নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
১৫৬। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- – MARK-1
১৫৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?-
মাল্টিমিডিয়া
১৫৮। ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার
জন্য
১৫৯। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়? – চন্দ্রাবতী
১৬০। কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি? -৪টি।
১৬১। কিবোর্ডে কয়টি Alt Key আছে? -২
১৬২। কিবোর্ডে Windos Key কয়টি? -২
১৬৩। কিবোর্ডে ESC কয়টি? -১
১৬৪। কিবোর্ডে Home Key কয়টি? -১
১৬৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –
মাইক্রো কম্পিউটার।
১৬৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো
কম্পিউটার সিষ্টেম
১৬৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী
করে? – অ্যাপল।
১৬৮। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
-মিনিফ্রেম
১৬৯। এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।
১৭০। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।
১৭১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1
১৭২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
১৭৩। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া
১৭৪। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয়
১৭৫। লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
১৭৬। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপি ডিক্স।
১৭৭। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
১৭৮। উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো- ৩২
১৭৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের
প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
১৮০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? -চতুর্থ
প্রজন্মের।
১৮১। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? –
র্যামে।
১৮২। মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানে যন্ত্র।
১৮৩। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- -বিট।
১৮৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে?-৬৪টি।
১৮৫। কোনটি কম্পিউটারের কাঁচা মাল? -তথ্য।
১৮৬। প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি?- মোজাইক।
১৮৬। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি
১৮৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? – সেয়মোর
ক্রে
১৮৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- ইউনিভ্যাক-১
১৮৯। মডেমের গতি পরিমাপের একক কি?-KBPS
১৯০। সফটওয়্যার কি ধরণের শক্তি। -অদৃশ্য শক্তি।
১৯১। হোমপেজ কি- -একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন।
১৯২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়? -জাভা।
১৯৩। ইউপিএস কত প্রকার? -২ প্রকার।
১৯৪। এইচটিএমএল একটি-প্রোগ্রাম
১৯৫। কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?বার্নার্স লী
১৯৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন
প্রোগ্রাম? বেসিক প্রোগ্রাম।
১৯৭। কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ? -সি
১৯৮। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? -ডাটাবেজ
১৯৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?-বিট
২০০। কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?-
ইনপুট ডিভাইস
২০১। LCD (Liquid Crystal Display) এর জনক কে?- সুইস
পদার্থবিদ মার্টিন সাউট
২০২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা
২০৩। মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?-৩ এপ্রিল
১৯৭৩।
২০৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু
করেন?- গুগল পস্নাস
২০৫। Quick Heal কী? – এন্টিভাইরাস সফ্টওয়ার
২০৬। Twitter কী? – সামাজিক নেটওয়ার্কিং সাইট
২০৭। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব
ওয়েব ব্রাউজার চালু করেন? – Epic.
২০৮। Zeus (জিয়ুজ) কী? – কম্পিউটার ভাইরাস।
২০৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন
বাজারে নিয়ে আসে? – নেক্সাস-১
২১০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক
ব্যবহারকারীর সংখ্যা কত? ২৫ লাখের বেশি
২১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস
২১২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়? -টুইট
২১৩। কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি
জনপ্রিয়? -ফেসবুক
২১৪। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে Facebook
ব্যবহারকারীদের সংখ্যা কত?- ৯০ কোটি।
২১৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa
২১৬। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?-রমের
মেমোরি
২১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? –
ROM
২১৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?-
আইবিএম
২১৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
২২০। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড
২২১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।
২২২। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?-
গ্রাফিক্স কার্ডে
২২৩। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে।
২২৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি
২২৫। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।
২২৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর
ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল?
১৯ বছর।
২২৭। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া
২২৮। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি
না করে ফিরে আসে তাকে কী বলা হয়?
হোয়াইট হ্যাট হ্যাকার।
২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন
করে? -১৯৯৯ সালে।
২৩০। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের
ই-মেইল সার্ভার বন্ধ রাখে? -Microsoft.
২৩১। Melissa Virus তৈরী করেন কে? – ডেভিড স্মিথ
২৩২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড
স্মিথের কী সাজা হয়েছিল? – ১০ বছরের জেল?
২৩৩। Mydoom Worm কি? – কম্পিউটার ভাইরাস।
২৩৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে
ব্যাপক ক্ষতি সাধন করে?
– Mydoom Worm
২৩৫। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি
কম্পিউটারকে আক্রমন করে?-২,৫০,০০০।
২৩৬। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট
এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?
-ব্লাক হ্যাট হ্যাকার।
২৩৭। অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে
পড়াকে কী বলা হয়?- হ্যাকিং
২৩৮। ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু
নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়?
– পেস্নজারিজম।
২৩৯। কম্পিউটার ভাইরাস কি?-একধরণের প্রোগ্রাম।
২৪০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? -শহিদ
লিপি।
২৪১। শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়? – ১৯৮৫
সালে।
২৪২। এলাইনমেন্ট কয় ধরণের ? ৪ ধরণের।
২৪৩। একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে? ১২টি।
২৪৪। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী
মধ্যবর্তী ‘‘Key” কোনটি? -G
২৪৫। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড
লেআউট এর নাম কী? -ন্যাশনাল কীবোর্ড।
২৪৬। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে
কোনটি খোলে? – নতুন ডকুমেন্ট।
২৪৭। অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে।
২৪৮। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে কী লেখা
যায়? – জ ও ঝ
২৪৯। উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারাবিশ্বের মানুষ
২৫০। ইন্টারনেট কী?
উ: দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংর্যুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।
২৫১। কম্পিউটার কে আবিস্কার করেন?-উঃ হাওয়ার্ড এইকিন।
২৫২। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC
২৫৩। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের
নাম কি? উঃ UNIVAC
২৫৪। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1
২৫৫। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার
৮৮০০।
২৫৬। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১
২৫৭। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উঃ কেনেথ এইচ
ওলসেন।
২৫৮। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃ
বুদ্ধি বিবেচনা।
২৫৯। পামটম কি? উঃ একধরণের ছোট কম্পিউটার।
২৬০। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায়
অবস্থিত? উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
২৬১। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? উঃ
আইবিএম-১৬২০ সিরিজ।
২৬২। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায়
অবস্থায় করা হয়? উঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
২৬৩। মাইক্রোসফট কি? উঃ কম্পিউটার সফট্ওয়্যার জগতে নামকরা
প্রতিষ্ঠান।
২৬৪। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়- উঃ
হাইব্রিড কম্পিউটার
২৬৫। ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয়
সৃস্টি করে? উ: ২৬ এপ্রিল ১৯৯৯।
২৬৬। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA
২৬৭। Which one is a graphics software? উঃ Adobe Photoshop.
২৬৮। এক কিলোবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte
২৬৯। Web Page কি? উঃ সার্ভারে রাখা ফাইল।
২৭০। http এর পূর্ণরূপ কি? উঃ hyper text transfer protocol.
২৭১। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়?
উঃ- কমপিউটারের।
২৭২। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ
করা হয়?
উঃ- I/O
২৭৩। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে?
উঃ- Control Unit
২৭৪। কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি
কি?
উঃ- তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড।
২৭৫। কমপিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ- কম্পুটার
২৭৬। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ।
উঃ- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
২৭৭। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ।
উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।
২৭৮। কমপিউটার শব্দের অর্থ কী?
উঃ- গণনা করা।
২৭৮। কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি?
উঃ- ২টি।
২৮০। মাউসের কিক বলতে কী বুঝায়?
উঃ- মাউসের বাম বোতাম চাপা।
২৮১। সি.পি.ইউ এর অংশ নয় কী?
উঃ- মেমোরি।
২৮২। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে?
উঃ- ১৯৮১ সালে।
২৮৩। কমপিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়?
উঃ- তিন ভাগে।
২৮৪। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয়
কতসালে?
উঃ- ১৭৮৬ সালে।
২৮৫। নির্গমন মুখ সরঞ্জাম কী?
উঃ- আউটপুট ডিভাইস।
২৮৬। কমপিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
উঃ- দুই ভাগে।
২৮৭। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?
উঃ- কান্তিহীনতা।
২৮৮। প্রথম ইলেকট্রনিক কমপিউটারের নাম কী?
উঃ- ইউনিভ্যাক।
২৮৯। কমপিউটারের প্রধান ভাষা কোনটি?
উঃ- ইংরেজি।
২৯০। কমপিউটারের প্রথম প্রজন্ম কতসালের মধ্যে?
উঃ- ১৯৫১-১৯৫৮ সাল।
২৯১। বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটারের নাম কী?
উঃ- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম।
২৯২। কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়?
উঃ- ১৯৬৪ সালে।
২৯৩। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কমপিউটারকে
কতভাগে ভাগ করা যায়?
উঃ- ৩ ভাগে।
২৯৪। মাউস একটি কোন ধরনের ডিভাইস?
উঃ- ইনপুট ডিভাইস।
২৯৫। মাউসে কয়টি বাটন থাকে?
উঃ- ২ টি।
২৯৬। কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়?
উঃ- পাঁচ ভাগে।
২৯৭। কমপিউটার কেমন করে কাজ করে?
উঃ- ইনপুট-সিপিইউ-আউটপুট।
২৯৮। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে।
উঃ- Central Processing Unit.
২৯৯। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-?
উঃ- ১৯৭১।
৩০০। কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?
উঃ- অ্যানালগ কমপিউটার।
৩০১। ডিজিটাল কমপিউটার কত প্রকার?
উঃ- ৪ প্রকার।
৩০২। সবচেয়ে শক্তিশালী কমপিউটার হলÑ
উঃ- সুপার কমপিউটার।
৩০৩। বাংলাদেশে কয়টি সুপার কমপিউটার রয়েছে?
উঃ- একটিও নয়।
৩০৫। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল?
উঃ- মেইনফ্রেম।
৩০৬। মাইক্রো শব্দের অর্থ কী?
উঃ- ুদ্র।
৩০৭। পি.সি (P.C) শব্দের অর্থ কি?
উঃ- পার্সোনাল কমপিউটার।
৩০৮। PDA কোন ধরনের কমপিউটার?
উঃ- মাইক্রো কমপিউটার।
৩০৯। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন?
উঃ- ডিফারেন্স ইঞ্জিন।
৩১০। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কি?
উঃ- ইউনিভ্যাক।
৩১১। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?
উঃ- অ্যাপল।
৩১২। কমপিউটারের প্রজন্ম কয়টি?
উঃ- ৫টি।
৩১৩। কমপিউটারের সথে অন্য সকল ইলেকট্রোনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি?
উঃ- প্রোগ্রামিং যন্ত্র।
৩১৪। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কয়টি?
উঃ- ২টি ।
৩১৫। বর্তমান যুগকে কী বলা হয়?
উঃ- তথ্যপ্রযুক্তির যুগ।
৩১৬। কমপিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে?
উঃ- ন্যানো সেকেন্ডে।
৩১৭। ১ মিলি সেকেন্ডে ১ সেকেন্ডের এক ভাগের সমান
কত?
উঃ- এক হাজার।
৩১৮। ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?
উঃ- একশত কোটি ভাগের এক ভাগ সময়।
৩১৯। কমপিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে?
উঃ- ডাটা ইনপুট করা ভুল হয়েছে।
৩২০। ১ ন্যানো সেকেন্ড = কত সেকেন্ড?
উঃ- সে.
৩২১। Hardware বলতে কি বুঝ?
উঃ- শক্ত সামগ্রী।
৩২২। কি কমপিউটারের বাস নয়?
উঃ- ভি.ই.এস.এ।
৩২৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
উঃ- ফপি ডিস্ক।
৩২৪। কী-বোর্ডের ঈঃৎষ,অষঃ,ঝযরভঃ কী-গুলোকে কী
বলে।
উঃ- Modifier Key.
৩২৫। কী-বোর্ডে কতগুলো কী থাকে?
উঃ-১০৪-১১০ টি।
৩২৬। কমপিউটারের স্পেশাল ডিভাইস কোনটি।
উঃ- মাদারবোর্ড।
৩২৭। কমপিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উঃ- তিন ধরনের।
৩২৮। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ- তিন ভাগে।
৩২৯। প্রথম প্রজন্মের কমপিউটারে ইনপুট আউটপুট হিসেবে
কী ব্যবহার করা হতো।
উঃ- পাঞ্চকার্ড।
৩৩০। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক ছিলেন?
উঃ- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
৩৩১। ’টেড হফ’ কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর
মডেল তৈরি করেন?
উঃ- ১৯৭০ সালে।
৩৩২। টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল?
উঃ- কমপিউটার ইন এ চিপ।
৩৩৩। মাইক্রোপ্রসেসরের কাজ কী?
উঃ- তথ্য প্রক্রিয়াকরণ করা।
৩৩৪। মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি?
উঃ- এএল ইউ, কন্ট্রোল ইউনিট, র্যাম প্রভৃতি
৩৩৫। মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি?
উঃ- রেজিস্টার অ্যারে।
৩৩৬। মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের
কাজ করে?
উঃ- গাণিতিক ইউনিট।
৩৩৭। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
উঃ- ALU.
৩৩৮। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী?
উঃ- অপারেন্ড।
৩৩৯। মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়?
উঃ- তিন ভাগে।
৩৪০। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়?
উঃ- ২ ভাগে।
৬৮। সি.পি.ইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষয়ান ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়?
উঃ- রেজিস্টারে।
৩৪১। রেজিস্টার হচ্ছে——
উঃ- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।
৩৪২। গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়?
উঃ- অ্যাকুমোলেটর রেজিস্টার।
৩৪৩। কমপিউটারের বাস গুলো কী?
উঃ- কন্ট্রোল বাস, ডাটাবাস, ফেস সাইকেল, PCI.
৩৪৪। র্যামের বৈশিষ্ট কি?
উঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।
৩৪৫। প্রথম কমপিউটার প্রোগ্রামার কে?
উঃ- লেডি অগডা আগাস্ট।
৩৪৬। I.B.M এর পূর্ণরূপ কোনটি?
উঃ- International Business Machine.
৩৪৭। কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী?
উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড।
৩৪৮। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?
উঃ- লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স।
৩৪৯। লাইট পেন হল এক ধরনের ——-কী?
উঃ- ইনপুট ডিভাইস।
৩৫০। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে
উঃ- পিন ও রিবণের সাহায্যে।
৩৫১। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?
উঃ- লেজার প্রিন্টার।
৩৫২। প্লটার কোন ধরনের যন্ত্র?
উঃ- আউটপুট ডিভাইস।
৩৫৩। প্লটার কী?
উঃ- মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়েথাকে।
৩৫৪। মডেম কোন ধরনের যন্ত্র?
উঃ- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।
৩৫৫। কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষাকে
টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়।
উঃ- মডেম।
৩৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?
উঃ- MODEM.
৩৫৭। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?
উঃ- ফিল্ম।
৩৫৮। পোস্ট স্ক্রিপ্ট কী?
উঃ- প্রিন্টারের ভাষা।
৩৫৯। পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?
উঃ- মাইক্রো কমপিউটার।
৩৬০। ক্লোন কী?
উঃ- আই.বি.এম পিসির নকল।
৩৬১। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কী ছিল।
উঃ- আলতেয়ার।
৩৬২। কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে?
উঃ- ১৯৮১ সালে।
৩৬৩। মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতার নাম কী?
উঃ- বিল গেটস।
৩৬৪। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?
উঃ- সুপার কমপিউটার।
৩৬৫। মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি?
উঃ- প্রসেসর ও র্যাম।
৩৬৬। ফার্মওয়ার সংরতি থাকে কোথায়।
উঃ- রমে।
৩৬৭। কমপিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে…….
উঃ- ALU
৩৬৮। কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
উঃ- ডটিা প্রসেসিং করা।
৩৬৯। মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়?
উঃ- ১৯৭১ সালে।
৩৭০। ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার?
উঃ- প্রথম প্রজন্মের।
৩৭১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়?
উঃ- ১৯৪৮ সালে।
৩৭২। ইন্টেল কোন দেশের কোম্পানি?
উঃ- যুক্তরাষ্ট্র।
৩৭৩। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়।
উঃ- তৃতীয় পজন্মের।
৩৭৪। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে?
উঃ- চতুর্থ।
৩৭৫। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?
উঃ- নির্ভুলতা।
৩৭৬। মাই কমপিউটার হল ——–
উঃ- ডকুমেন্টর ফোল্ডার।
৩৭৭। কোনটি স্টোরেজ ডিভাইস?
উঃ- হার্ডডিস্ক।
৩৭৮। নেটওয়ার্কিং এর সুবিধা কী?
উঃ- একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে।
৩৭৯। কমপিউটার কার্যম করার জন্য কী প্রয়োজন?
উঃ- Operating System.
৩৮০। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?
উঃ- নভোযান-এ।
৩৮১। কোনটি ফাংশন কী?
উঃ- F10.
৩৮২। মাইক্রো কমপিউটার হল———-
উঃ- ড্রাইভ ফোল্ডার।
৩৮৩। সফটওয়্যার কী?
উঃ- এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি।
৩৮৪। BIOS কী?
উঃ- একটি ফার্মায়্যার।
৩৮৫। তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী?
উঃ I.C.
৩৮৬। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?
উঃ- চার প্রকার।
৩৮৬। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার?
উঃ- মেইনফ্রেম কমপিউটার।
৩৮৭। কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয়?
উঃ- মিনিফ্রেম কমপিউটার।
৩৮৮। কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?
উঃ- তিনটি।
৩৮৯। কেন্দ্রীয় প্রকৃয়াকরণের অংশগুলি কী কী?
উঃ- মেমোরি,লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট ইত্যাদি।
৩৯০। প্রথম গণনা যন্ত্রের নাম কী?
উঃ- অ্যাবাকাস।
৩৯১। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী?
উঃ- MARK-1
৩৯২। মার্ক-১ এর দৈর্ঘ ছিল?
উঃ- ৫১ ফুট লম্বা।
৩৯৩। সংরতি প্রোগ্রামের ধারণা দেন কে?
উঃ- ড.জন ভন নিউম্যান।
৩৯৪। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি?
উঃ- ইউনিভ্যাক।
৩৯৫। আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়।
উঃ- ১৯৬২ সালে।
৩৯৬। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার?
উঃ- ৪ প্রকার।
৩৯৭। মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার?
উঃ- ২ প্রকার।
৩৯৮। কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়?
উঃ- ৩ ভাগে।
৩৯৯। সফ্টওয়্যার কত প্রকার?
উঃ- ২ প্রকার।
৪০০। ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?
উঃ- D Base.
৪০১। প্রজেন্টেশন সফ্টওয়্যার কোনটি?
উঃ- MS power point.
৪০২। কমপিউটারের প্রাণ/ কমপিউটার হার্ডওয়্যার গুলোর প্রাণ
কী? উঃ- সফটওয়্যার।
৪০৩। কমপিউটারের যে ডিস্কে সিস্টেম সফ্টওয়্যার থাকে তাকে কী বলে?
উঃ- র্যামের স্পেস।
Some of full meaning –ICT Related
FDMA = Frequency Division Multiple Access
CDMA = Code Division Multiple Access
GSM = Global System for Mobile Communication
SIM = Subscriber Identity Module
NIC=Network Interface Card
ERP = Enterprise Resource Planning
VIRUS=Vital Information Resources Under Seize
CPU= Central Processing Unit
SQL = Structured Query Language
MIS = Management Information System
CD= Compact Disk
ROM=Read Only Memory
EHR – Electronic Heath Records
BCD Code = Binary Coded Decimal Code
ASCII=American Standard Code for Information Interchange
URL = Uniform Resource Locator
http = hyper text transfer protocol
PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
GPS এর পূর্ণরুপ – Global Positioning System
MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
ন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
Wi-fi এর গতি- 54 Mbps
WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
মোবাইলের মূল অংশ- ৩টি
কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
ICT in Education Program প্রকাশ করে – UNESCO
বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই- ইনফরমেশন
সন ও সময় সংক্রান্ত
মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে
স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
SQL তৈরি করে- IBM(১৯৭৪)
NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
রেডিও ওয়েভের গতি ৮৩. কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে 24Kbps
ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে
The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
3G চালু হয় ১৯৯২ সালে
কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে
চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
Global Village ও The Medium is the Message এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
Jav বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬
ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে a ডিজাইন করে- Sun Micro System
Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)
Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম (১৯৯১)
AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী (১৯৯০)
ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)
C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)
C Language তৈরি করেন- ডেনিস রিচি (১৯৭০)
Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে
সংখ্যা ও পরিমান
দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
ব্রিজ প্রধানত ৩ প্রকার
Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
সংখ্যা পদ্ধতি দুই ধরণের
GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)
সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)
ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
ASCII কোডে বিট সংখ্যা- ৭টি
Others
Wi-Fi - Wireless Fidelity
SIM - Subscriber Identity Module
HTTP - Hyper Text Transfer Protocol
3G - 3rd Generation
HTTPS - Hyper Text Transfer Protocol Secure
GSM - Global System for Mobile Communication
RTS - Real Time Streaming
GIF - Graphic Interchangeable Format
AVI - Audio Video Interleave
BMP - Bitmap
SIS - Symbian OS Installer File
JPEG - Joint Photographic Expert Group
AMR - Adaptive Multi-Rate Codec
SWF - Shock Wave Flash
JAD - Java Application Descriptor
WMV - Windows Media Video
JAR - Java Archive
WMA - Windows Media Audio
MP3 - MPEG player
WAV - Waveform Audio
3GPP - 3rd Generation Partnership Project
PNG - Portable Network Graphics
3GP - 3rd Generation Project
DOC - Document (Microsoft Corporation)
MP4 - MPEG-4 video file
PDF - Portable Document Format
AAC - Advanced Audio Coding
M3G - Mobile 3D Graphics
URL - Uniform Resource Locator
CDMA - Code Divison Multiple Access
IP - Internet Protocol
UMTS - Universa Mobile Telecommunication System
NTH - Nokia Theme (series 40)
IBM - International Business Machines
THM - Themes (Sony Ericsson)
WAP - Wireless Application Protocol
MMF - Synthetic Music Mobile Application File
ARPANET - Advanced Research Project Agency Network
NRT - Nokia Ringtone
GPRS - General Packet Radio Service
XMF - Extensible Music File
UHF - Ultra High Frequency
WBMP - Wireless Bitmap Image
HSDPA - High Speed Downlink Packet Access
DVX - DivX Video
UPS - Uninterruptible Power Supply
HTML - Hyper Text Markup Language
DAT - Digital Audio Tape
WML - Wireless Markup Language
DOS - Disk Operating System
CD - Compact Disk.
GUI - Graphical User Interface
DVD - Digital Versatile Disk.
ISP - Internet Service Provider
CRT - Cathode Ray Tube
TCP - Transmission Control Protocol
VIRUS - Vital Information Resource Under Seized
M4A - MPEG-4 Audio File
HP - Hewlett Packard
AM / FM - Amplitude / Frequency Modulation
WLAN - Wireless Local Area Network
USB - Universal Serial Bus
VHF - Very High Frequency
Computer course MCQ Test(3/6 and Job )
১. তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা২. ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩. বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই- ইনফরমেশন
৪. তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫. তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬. ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭. কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮. তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
৯. কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০. মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২. সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
১৩. Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪. PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫. দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭. ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮. ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯. ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০. ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১. NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২. ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
২৪. ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬. ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭. টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮. “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯. The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০. Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
৩১. বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
৩২. বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩. কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪. বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫. EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬. অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭. IT+Entertainment = Xbox
৩৮. IT+Telecommunication = iPod
৩৯. IT+Consumer Electronics= Vaio
৪০. কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২. রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৩. PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪. খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫. নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৬. মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭. চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮. MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯. UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০. GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১. ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় -বায়োমেট্রিক পদ্ধতি
৫২. হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩. আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে -১০-১৫ সেকেন্ড
৫৪. Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫. Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬. এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭. Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮. রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯. বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর (1974)
৬০. বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১. GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২. পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩. অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪. Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫. ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬. যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭. ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮. Bandwidth মাপা হয় – bps এ
৬৯. ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০. ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১. ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২. ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
৭৩. সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪. ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৭৫. একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৭৬. উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
৭৭. একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৭৮. ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
৭৯. Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৮০. Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
৮১. Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২. মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৮৩. কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৮৪. Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে
৮৫. কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৮৬. Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৮৭. Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৮৮. Wi-fi এর গতি- 54 Mbps
৮৯. WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৯০. WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
৯১. ৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৯২. WiMax এর গতি- 75 Mbps
৯৩. FDMA = Frequency Division Multiple Access
৯৪. CDMA = Code Division Multiple Access
৯৫. মোবাইলের মূল অংশ- ৩টি
৯৬. SIM = Subscriber Identity Module
৯৭. GSM = Global System for Mobile Communication
৯৮. GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৯৯. GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০. GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
১০১. GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
১০২. GSM 3G এর জন্য প্রযোজ্য
১০৩. GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
১০৪. CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
১০৫. রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz
১০৬. রেডিও ওয়েভের গতি 24Kbps
১০৭. CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
১০৮. CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
১০৯. 1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
১১০. সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে
১১১. MMS ও SMS চালু হয় 2G তে
১১২. 3G চালু হয় ১৯৯২ সালে
১১৩. 3G এর ব্যান্ডউইথ 2MHz
১১৪. 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)
১১৫. 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
১১৬. 4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি
১১৭. 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
১১৮. টার্মিনাল দুই ধরনের
১১৯. ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের
১২০. PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে
১২১. PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
১২২. LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে
১২৩. LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
১২৪. কেবল টিভি নেটওয়ার্ক- MAN
১২৫. NIC=Network Interface Card
১২৬. NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
১২৭. মডেম দুই ধরনের
১২৮. Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার
১২৯. স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
১৩০. ব্রিজ প্রধানত ৩ প্রকার
১৩১. নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।
১৩২. Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology
১৩৩. বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)
১৩৪. Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
১৩৫. সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
১৩৬. সংখ্যা পদ্ধতি দুই ধরণের
১৩৭. Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা
১৩৮. সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে
১৩৯. Bit এর পূর্ণরুপ- Binary Digit
১৪০. Digital Computerএর মৌলিক একক- Bit
১৪১. সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি
১৪২. “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত
১৪৩. “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত
১৪৪. Digital Device কাজ করে- Binary মোডে
১৪৫. n বিটের মান 2^n টি
১৪৬. BCD Code = Binary Coded Decimal Code
১৪৭. ASCII=American Standard Code for Information Interchange
১৪৮. ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)
১৪৯. ASCII কোডে বিট সংখ্যা- ৭টি
১৫০. EBCDIC=Extended Binary Coded Decimal Information Code
১৫১. Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)
১৫২. Unicode বিট সংখ্যা- 2 Byte
১৫৩. Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ
১৫৪. Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)
১৫৫. ASCII এর বিট সংখ্যা- 1 Byte
১৫৬. বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি(১৮৪৭)
১৫৭. বুলিয়ান যোগকে বলে- Logical Addition
১৫৮. Dual Principle মেনে চলে- “and” ও “OR”
১৫৯. এক বা একাধিক চলক থাকে Logic Function এ
১৬০. Logic Function এ চলকের বিভিন্ন মান- Input
১৬১. Logic Function এর মান বা ফলাফল- Output
১৬২. বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে
১৬৩. Digital Electronic Circuit হলো- Logic Gate
১৬৪. মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)
১৬৫. সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)
১৬৬. বিশেষ গেইট- X-OR,X-NOR
১৬৭. Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়
১৬৮. Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়
১৬৯. Half Adder এ Sum ও Carry থাকে
১৭০. Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে
১৭১. একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার
১৭২. Input pulse গুনতে পারে- Counter
১৭৩. Web page তৈরি করা হয়- HTML দ্বারা
১৭৪. ছবির ফাইল-. jpg/.jpeg/.bmp
১৭৫. ভিডিও ফাইল-.mov/.mpeg/mp4
১৭৬. অডিও ফাইল- mp3
১৭৭. ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-.css
১৭৮. বর্তমানে চালু আছে- IPV4
১৭৯. IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit
১৮০. IP address এর Alphanumeric address- DNS
১৮১. সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC
১৮২. জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন
১৮৩. http = hyper text transfer protocol
১৮৪. URL = Uniform Resource Locator
১৮৫. HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী (১৯৯০)
১৮৬. HTML তৈরি করে W3C
১৮৭. ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা
১৮৮. প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট
১৮৯. Machine Language(1G)-1945
১৯০. Assembly Language(2G)-1950
১৯১. High Level Language(3G)-1960
১৯২. Very High Level Language(4G)-1970
১৯৩. Natural Language(5G)-1980
১৯৪. লো লেভেল vaSha-1G,2G
১৯৫. বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে
১৯৬. C Language তৈরি করেন- ডেনিস রিচি (১৯৭০)
১৯৭. C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)
১৯৮. Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে
১৯৯. Java ডিজাইন করে- Sun Micro System
২০০. ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে
২০১. Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)
২০২. Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম (১৯৯১)
২০৩. 4G এর ভাষা- Intellect,SQL
২০৪. Pseudo Code- ছদ্ম কোড
২০৫. Visual Programming- Event Driven
২০৬. C Language এসেছে BCPL থেকে
২০৭. Turbo C তৈরি করে- Borland Company
২০৮. C ভাষার দরকারী Header ফাইল- stdio.h
২০৯. C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function
২১০. ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
২১১. ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
২১২. ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
২১৩. ডাটাবেজের ভিত্তি- ফিল্ড
২১৪. Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)
সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query
২১৬. SQL = Structured Query Language
২১৭. SQL তৈরি করে- IBM(১৯৭৪)
২১৮. ERP = Enterprise Resource Planning
২১৯. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬
২২০. MIS = Management Information System
২২১. ভুয়া মেইল জমার স্থান- Spam
২২২. CD= Compact Disk
২২৩. MS Excel হলো Spreadsheet Software
২২৪. বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে
২২৫. বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC
২২৬. ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে
২২৭. ROM=Read Only Memory
২২৮. বর্তমান প্রজন্ম- 4G
২২৯. টুইটারের জনক- জ্যাক ডরসি
২৩০. MODEM এ আছে – Modulator + Demodulator
২৩১. UNIX হলো Operating System
২৩২. CPU= Central Processing Unit
২৩৩. IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM360
২৩৪. ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%
২৩৫. ১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা
২৩৬. ১ম প্রোগ্রামিং ভাষা-ADA
২৩৭. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য-গিবারিশ
২৩৮. কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে
২৪০. কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড কোহেন
২৪১. Mother of All Virus-CIH
২৪২. VIRUS=Vital Information Resources Under Seize
২৪৩. প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা- মেশিন ভাষা
২৪৪. NORTON-একটি এন্টিভাইরাস
২৪৫. মুরাতা বয়-জাপানি রোবট
২৪৬. 1nm=10^(-9) m
২৪৭. স্বর্ণের পরমাণুর আকার- 0.3nm
২৪৮. আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড
২৪৯. অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন
২৫০. ১ম Wireless ব্যবহার করেন-Guglielimo Marconi(1901)
২৫১. ASCII-7 কোডের প্রথম 3bitকে জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে
২৫২. ASCII সারণি মতে,
0-3 & 127 = Control Character
32-64 = Special Character
65-96 = Capital Letters & Some Signs
97-127 = Small Letters & Some Signs
২৫৩. EBCDIC কোডে- 0-9 = 1111 A-Z = 1100,1101,1110 Special Signs = 0100,0101,0110,0111
২৫৪. EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে
২৫৫. EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ।
২৫৬. Unicode উন্নত করে-Unicode Consortium
২৫৭. ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.)
২৫৮. Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয় Isochronous
২৫৯. Radio Wave এর Data Transmission Speed –24 Kbps
২৬০. Wifi এর দ্রুততম সংস্করণ- IE